পায়রা বন্দরের সংযোগ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
পায়রা নদীর নামেই দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার নামকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টার ফসল এই সমুদ্র বন্দর। সব কাজের তদারকি করছেন তিনি বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।
রোববার বেলা ২টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কের রজপাড়া এলাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত চার লেনের সংযোগ সড়কের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-বাহিনী প্রধান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আশোক মাধব রায়, পায়রা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর সাইদুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস, পটুয়াখালী-৪ কলাপাড়া-রাঙ্গাবালী আসনের সংসদ সদস্য মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকীসহ প্রশাসনের কর্মকর্তারা।
জানা গেছে, সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ, প্রয়োজনীয়সংখ্যক ব্রিজ নির্মাণ, রাস্তা বিদ্যুতায়নসহ পাঁচ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ ১২ মিটার প্রস্থ আধুনিক সুবিধা সংবলিত কংক্রিটের এ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৫৪ কোটি ৫১ লাখ টাকা।
২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে সড়কটির নির্মাণ কাজ শেষ হবে বলে পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্র নিশ্চিত করেছে।
বাংলাদেশ নৌ-বাহিনী সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করবে। ইতোমধ্যে সড়কটি নির্মাণ করতে ৫৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ফলে পায়রা বন্দরের সঙ্গে সড়কপথেও পণ্য খালাসের পথ সুগম হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৯ নভেম্বর পায়রা বন্দরের শুভ উদ্বোধন করা হয়। নৌপথে ২০১৬ সালের ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এআরএ/এমএস