টাঙ্গাইলে বই উৎসব শুরু


প্রকাশিত: ০১:২৪ পিএম, ০১ জানুয়ারি ২০১৭

সারাদেশের মতো টাঙ্গাইলেও একযোগে বই উৎসব শুরু হয়েছে। বই উৎসব উপলক্ষে রোববার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।

Tangail
 
এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, টাঙ্গাইল জেলায় মোট ২৩ লাখ বইয়ের চাহিদা রয়েছে এর মধ্যে প্রায় ১৯ হাজার বই হাতে পেয়েই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে। বাকি বই খুব শিগগিরই শিক্ষার্থীদের দেয়া হবে।

আরিফ উর রহমান টগর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।