স্বাভাবিক হচ্ছে বঙ্গবন্ধু মহাসড়কের যান চলাচল


প্রকাশিত: ০৫:৩০ এএম, ০২ জানুয়ারি ২০১৭

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কের পূর্ব পাড়ে টোল প্লাজা সংলগ্ন স্থানে পরপর কয়েকটি ট্রাক দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছে কমপক্ষে ৭ জন। এর ফলে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উত্তরবঙ্গের সকল যানচলাচল বন্ধ থাকায় এ রুটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান জানান, সোমবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে একইদিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক ট্রাকচালক নিহত হন।

একই সময় দুর্ঘটনা কবলিত গাড়িতে আরো ৬টি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে ধাক্কা দিলে আরো ৬ জন গুরুতর আহত হন। এর ফলে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উত্তরবঙ্গের সকল যানচলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

পরে পুলিশ আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত ট্রাক রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়েছে।

রাতের ঘন কুয়াশা, যানবাহনে চাপ বৃদ্ধি আর ভোরের দিকে পরপর ৬টি ট্রাক দুর্ঘটনা কবলিত হওয়ায় ভোর থেকে ১০টা পর্যন্ত এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এখন যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।