টাঙ্গাইলে পুলিশের লাঠিচার্জে বিএনপির কর্মসূচি পণ্ড


প্রকাশিত: ০৭:০৫ এএম, ০৫ জানুয়ারি ২০১৭

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিএনপির `গণতন্ত্র হত্যা দিবস`র কর্মসূচি পুলিশের লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে শহরের ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা কালো পতাকা হাতে নিয়ে মিছিলের প্রস্তুতি নেয়।

এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে নেতা কর্মীরা দৌড়ে পালানোর সময় সেখান থেকে একজনকে আটক করে পুলিশ।
 
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফার নেতৃত্বে নেতাকর্মীরা কালো পতাকা মিছিল করার জন্য দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছিল।

পরে নেতাকর্মীদের আটক করতে পুলিশ দলীয় কার্যালয় ও এর আশপাশ ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়। নেতাকর্মীরা দৌড়ে পালানোর সময় সেখান থেকে একজনকে আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, আওয়ামী লীগ ও বিএনপির পৃথক পৃথক কর্মসূচি পালনের ঘোষণায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপিকে এ কর্মসূচি পালন করতে দেয়া হয়নি।

তবে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।