পটুয়াখালীতে মাধ্যমিক শিক্ষক সমিতির বিক্ষোভ


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৫ জানুয়ারি ২০১৭

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার বেলা ১১টায় ডিবুয়াপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষপ্তি সমাবেশে ডিবুয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন লতিফ মিউনিসিপ্যাল সেমিনারির প্রধান শিক্ষক জাকির হোসেন, শহীদ স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মনীন্দ্র চন্দ্র দত্ত, সেহাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন প্রমুখ।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।