রাজবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী অাটক


প্রকাশিত: ০৯:১২ এএম, ০৫ জানুয়ারি ২০১৭
প্রতীকী

রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকা থেকে ১শ পিস ইয়াবাসহ মাসুদ খান (২৪) ও সুমন বিশ্বাস (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে অাটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের অাটক করা হয়।

অাটক মাসুদ খান জেলা সদরের বিনোদপুর এলাকার ইয়াছিন খানের ছেলে ও সুমন বিশ্বাস রেলকোলনী এলাকার অাকবর অালী বিশ্বাসের ছেলে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ অাবুল বাশার মিয়া জানান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল অাজাদ রহমানের নের্তৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসঅাই) মো. এনায়েত হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসঅাই) হারুন অর রশিদসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় শহরের বিনোদপুর এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে অাটক করা হয়েছে।

অাটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।