টাঙ্গাইলের ৫ উপজেলায় পৌঁছেনি ৩ বিষয়ের বই


প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৫ জানুয়ারি ২০১৭

সারা দেশে চলছে বই উৎসব। কিন্তু টাঙ্গাইলের ৫ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ৯২ হাজার ৮৮০ জন শিক্ষার্থী ৩ বিষয়ের বই এখনও পাইনি। বই না পেয়ে হতাশ কোমলমতি শিক্ষার্থীরা।

তবে কর্তৃপক্ষ বলছে, আগামী সপ্তাহের মধ্যেই সকল বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। এদিকে ৩ বিষয়ে বিদ্যালয়ে ক্লাস শুরু করতে পারছেন না শিক্ষকরা। এতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে চরম হতাশা। আর এ নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও ধর্ম শিক্ষা বই এখনও ছাত্র-ছাত্রীদের নিকট পৌঁছেনি।

জেলার ১২৪০ প্রাথমিক বিদ্যালয়ের ধনবাড়ি উপজেলায় ১৪ হাজার ৪৮৫ জন, মধুপুর উপজেলায় ১৮ হাজার ৮১৬ জন, গোপালপুর উপজেলায় ২০ হাজার ৬১৮ জন, ভূঞাপুর উপজেলায় ১৩ হাজার ৬২৬ জন ও ঘাটাইল উপজেলায় ২৫ হাজার ৭৪৫ জনসহ মোট ৯২ হাজার ৮৮০ জন শিক্ষার্থী নতুন বই থেকে এখনও বঞ্চিত।

কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও মাইস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মজনু বলেন, অনেক অভিভাবক বই না পাওয়ায় বিষয়টি আমাকে জানিয়েছেন। বিষয়টি কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।

একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জানান, ৩টি শ্রেণির ৩টি বিষয়ের বই না পাওয়ার কারণে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেননি। ফলে এখনও ওই ৩ বিষয়ের উপর ক্লাসে পাঠদান শুরু হয়নি। তবে কয়েকদিনের মধ্যে বাকি বইগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বলে আশা করছেন তারা।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, জেলার ৫ উপজেলায় তিনটি বিষয়ের বই গতকাল বুধবার পর্যন্ত শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই বইগুলো ছাত্র-ছাত্রীরা পেয়ে যাবে।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।