ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার এলাকায় যানজট


প্রকাশিত: ০৭:১৯ এএম, ০৬ জানুয়ারি ২০১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোর রাত থেকে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এক পর্যায়ে যমুনা সেতু পূর্বপার থেকে মহাসড়কের কালিয়াকৈরের কবীরপুর এলাকা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকায় বিস্তৃতি ঘটে।

বৃহস্পতিবার রাত তিনটার পর থেকে শুরু হওয়া যানজট শুক্রবার দুপুর সাড়ে বারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত রয়েছে। দীর্ঘ এই যানজটে আটক পড়ে শত শত যানবাহনে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধার পর থেকে মহাসড়কে যান চলাচল বৃদ্ধি এবং ঘন কুয়াশার কারণে ধীর গতিতে যান চলাচল করায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এছাড়া ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু যমুনা সেতু কর্তৃপক্ষ সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখায় যানজট তীব্র আকার ধারণ করে বলে গোড়াই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন জানিয়েছেন।

শুক্রবার সকাল ১০টার পর থেকে থেমে থেমে যানবাহন চলাচল করলেও বেলা সাড়ে ১২টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।

পুলিশ ও শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার সন্ধার পর থেকে মহাসড়কে যানচলাচল বৃদ্ধি পায়। এছাড়া রাতে ঘন কুয়াশার কারণে চালকরা ধীর গতিতে যান চালানোর কারণে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এছাড়া শুক্রবার রাত তিনটার পর থেকে ঘন কুয়াশার কারণে যমুনা সেতু কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ রাখায় যানজটের সৃষ্টি হয়। ফলে যানজট মহাসড়কের কবীর থেকে যমুনা সেতু পূর্বপার পর্যন্ত উভয় পাশে কমপক্ষে ৬০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তীব্র আকার ধারণ করে। ভয়াবহ এই যানজটে আটকা পড়ে তীব্র শীতে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এতে বেশি দুর্ভোগে পড়েন নারী ও শিশু যাত্রীরা। প্রকৃতির ডাকে সারা দিতে তাদের দুর্ভোগ পোহাতে হয়।

jam

সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা পিকআপের মাছ ব্যবসায়ী রহিম তালুকদার, কবির হোসেন ও আলম মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। ৮টার দিকে যমুনা সেতু পূর্বপার এসে যানজটে আটকা পড়েন। যানজটের কারণে সেখান থেকে টাঙ্গাইলের ভেতর দিয়ে দেলদুয়ার হয়ে মির্জাপুরের দক্ষিণাঞ্চল হয়ে মির্জাপুরের দেওহাটা বাইপাস এলাকা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার আসাতে তাদেও প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে। তারা বলেন, ভেতর দিয়ে না আসলে তারা হয়তো মির্জাপুর পর্যন্ত আসতে পারতেন না।

টাঙ্গাইলগামী মালভর্তি বায়জিদ মারজিয়া ট্রাকের ( ঢাকা-মেট্রো- ড-১৪-৫৪১১) চালক জামিল আলী বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কবীরপুর এসে যানজটে আটকা পড়েন। সেখান থেকে প্রায় ২০ কিলোমিটার সড়ক পারি দিয়ে মির্জাপুর বাইপাস পর্যন্ত আসতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে বলে উল্লেখ করেন।

গোড়াই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোতালেব হোসেন জানান, ঘন কুয়াশার কারণে ধীর গতিতে যান চলাচল করায় যানজটের সৃষ্টি হয়। এছাড়া ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু যমুনা সেতু কর্তৃপক্ষ সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখায় যানজট তীব্র আকার ধারণ করে। সকাল ১০টার পর থেকে থেমে থেমে যান চলাচল করছে বলে তিনি উল্লেখ করেন।

এস এম এরশাদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।