দুই পরিবারের স্বপ্ন পুড়ে ছাই


প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৬ জানুয়ারি ২০১৭

সৌদি আরবের মক্কায় সিডর কোম্পানির শ্রমিক ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দুইজন। নিহতরা হলেন- উপজেলার রসুলপুর ইউনিয়নের মহাব গ্রামের নান্নু মিয়ার ছেলে মো. আরিফ সিকদার (২৯) এবং ধলাপাড়া ইউনিয়নের বিলজলঙ্গী গ্রামের মৃত চান মাহমুদের ছেলে মো. আরিফ ।

নিহতের পরিবার জানায়, গত ২৯ ডিসেম্বর সৌদি আরবের মক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হন আরিফসহ ৫ বাংলাদেশি। তাদের মধ্যে মোঃ. আরিফ ঘটনাস্থলেই মারা য়ায়। আহত অবস্থায় গত ৪ জানুয়ারি সৌদি আরবের আল নূর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ সিকদার।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায়  বিদেশে পাড়ি জমান আরিফ সিকদার। তিন ভাইয়ের মধ্যে আরিফ সিকদারই সবার বড়। তার ঘরে রয়েছে স্ত্রী রোজিনা বেগমসহ দুই সন্তান ওয়াসীম (৯) ও আখি (২)। ছেলে স্থানীয় সানরাইজ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

নিহত আরিফ সিকদারের মা রেখা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, সর্বনাশা গ্যাসের আগুন আমার সাজানো সংসার পুড়ে ছাই করে দিল।

আরিফের স্ত্রী রোজিনা বেগম জানান, আরিফের স্বপ্নছিল প্রবাস থেকে  ফিরে পোল্ট্রি ব্যবসা করবে। পরিবারের সকলকে নিয়ে সুখের সংসার করবে। কিন্তু সৌদিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল।

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত আরেকজন একই উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বিলজলঙ্গী গ্রামের চান মাহমুদের ছেলে মো. আরিফ। জীবন-জীবিকার তাড়নায় আর সংসারের টানাপোড়ন দূর করতে সৌদি আরব পাড়ি জমান তিনি। নানা টানাপোড়নে থাকার পরও পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের নিয়ে কোনো মতে দিনাতিপাত করছে তার পরিবার।

আরিফের ভাই শরীফ জানায়, এ বছরই তার বাড়ি ফিরে আসার কথা ছিল। বাড়িতে এসে বিয়ে করে নতুন সংসার গড়ার স্বপ্ন তার স্বপ্নই থেকে গেল।

নিহত উভয় পরিবারের লোকজন নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।