হঠাৎ শীতে রোগাক্রান্ত হচ্ছে শিশুরা


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ০৭ জানুয়ারি ২০১৭

হঠাৎ শীত বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। সদর হাসপাতাল ও শিশু হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। এসব শিশুরা অধিকাংশই সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত।

গত এক মাসে সাতক্ষীরা সদর হাসপাতাল ও শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় ৫ হাজার শিশু। তবে এসব নিয়ে বেশি উদ্বিগ্ন না থাকলেও শিশুদের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

Satkhira

সর্দি-কাশি, জ্বর, ডায়রিয়া, বমি এসব রোগে আক্রান্ত হয়ে এখনো শতাধিক শিশু হাসপাতালে ভর্তি। শিশুদের কান্নায় ভারি হয়ে উঠেছে সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ও শিশু হাসপাতাল।
 
সাতক্ষীরার মাধবকাটি এলাকার শিশু ফারিয়া সুলতানার মা আমেনা বেগম বলেন, হঠাৎ বাচ্চা কান্নাকাটি করছিল। দুই দিন পর ডাক্তারের কাছে নিয়ে আসি। ডাক্তার বলেছে নিউমোনিয়া হয়েছে।
 
একই ভাবে জ্বর, বমি, খিচুনি, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শতাধিক শিশু। দিন দিন শিশু রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শামছুর রহমান জাগো নিউজকে বলেন, হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় শিশু ও বয়স্করা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

Satkhira

তিনি আরো বলেন, যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া ছিমিয়া-নিউমোনিয়া আক্রান্ত শিশুদের মৃত্যু ঝুঁকি বেড়ে গেছে।

তিনি আরো জানান, গত ডিসেম্বর মাসে সাতক্ষীরা শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২৭০০ শিশু আর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৯শ শিশু।

আকরামুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।