বেগমগঞ্জে জমিদারহাট বি এন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী


প্রকাশিত: ১০:৪০ এএম, ০৭ জানুয়ারি ২০১৭

নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জমিদারহাট বি এন উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায়  বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।

Noakhali

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোহাম্মদ মোস্তফা, কাস্টমসের ডেপুটি সেক্রেটারি ড.মোহাম্মদ আবু ইউছুফ, সানজি গ্রুপের চেয়ারম্যান ও মেঘনা ব্যাংকের পরিচালক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, ড. সত্য নারায়ণ ভৌমিক, সিঙ্গাপুরের রহমান গ্রুপ অব কোম্পানির এমডি জাহাঙ্গীর আলম জনি, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাহ, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. হানিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন চৌধুরী প্রমুখ।

পরে বিদ্যালয়ের সাবেক শিক্ষকদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিজানুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।