বিরলে পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা


প্রকাশিত: ১১:০৪ এএম, ১৭ মার্চ ২০১৫
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরলে মঞ্জুয়ারা বেগম (২৪) নামে এক পুলিশ কনষ্টেবলের স্ত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঞ্জুয়ারা রংপুরের মিঠাপুকুর থানার ধোলাকান্ত গ্রামের মোক্তার হোসেনের মেয়ে এবং বিরল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল জুলফিকার আলী মুকুলের স্ত্রী।

সোমবার রাত ১১টার সময় ঘরে ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের স্বামী জুলফিকার আলী মুকুল জানান, ঘটনার সময় তিনি থানায় কর্তব্যরত ছিলেন। বাড়ির মালিক মঞ্জুয়ারা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তাকে খরব দেয়। তিনি ছুটে গিয়ে রাতেই লাশ উদ্ধার করেন।

থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল হাই সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।