মরা গাছ নিয়ে বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা


প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৮ জানুয়ারি ২০১৭

বিশাল আকৃতির একটি মরা গাছ নিয়ে বিপাকে পড়েছেন সাতক্ষীরা পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তিন মাস আগে অজ্ঞাত কারণে মরা যায় গাছটি। একটু ঝড়ো বাতসেই গাছটি দুলছে। ঝুঁকির মধ্যদিয়ে চলাফেরা করছেন শিক্ষক-শিক্ষার্থীসহ পথচারীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা পারভীন জাগো নিউজকে জানান, একটু বাতাস হলেই গাছটি দুলছে। গাছটির ওপর দিয়েই বয়ে গেছে বিদ্যুতের তার। মরা গাছটি অপসারণের জন্য গত মাসে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যুৎ বিভাগে আবেদন করা হয়েছে। কিন্তু আজও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

2016October

তবে এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি গাছ হওয়ায় আমরা চাইলেও যে কোনো মুহূর্তে কাটতে পারি না।

তবে গাছটি অপসারণের ব্যাপারে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন জাগো নিউজকে বলেন, স্বল্প সময়ের মধ্যেই গাছটি অপসারণ করা হবে। চেষ্টা করবো দুই বা তিন দিনের মধ্যে গাছটি অপসারণ করার।

আকরামুল ইসলাম/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।