রাজবাড়ীতে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৮ মার্চ ২০১৫

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মত্যু হয়েছে। নিহতদের নাম  চুন্নু ফকীর (৪৫) এবং  অনিমেষ রায় (৩৭) । বুধবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাহমিনা খাতুন (১৫) নামে এক কিশোরী আহত হয়েছে। নিহত চুন্নু ফকির  উপজেলার শালমারা দক্ষিণপাড়া গ্রামের মৃত বক্কার ফকীরের ছেলে এবং অনিমেষ রায় জঙ্গল ইউনিয়নের গঙ্গাসাগর গ্রামের  বিমল রায়ের ছেলে ।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল  জানান, দুপুর ২ টার দিকে কৃষকেরা ক্ষেতে কাজ করছিলো। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা আহত কিশোরীকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেন। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।