নাসিরনগরে হামলা : দুই দিনের রিমান্ডে আ.লীগ নেতা আহাদ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার আওয়ামী লীগ নেতা শেখ আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইশতিয়াক আহমেদ জানান, আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন জানায়। পরে রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিকুল ইসলাম দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৭ ডিসেম্বর নাসিরনগর উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার নিজ বাড়ি থেকে শেখ আবদুল আহাদকে গ্রেফতার করে নাসিরনগর থানা পুলিশ। আহাদ নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।
আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর