ম্যালেরিয়া নিরাময়ে বান্দরবানে মশারি বিতরণ


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১২ জানুয়ারি ২০১৭

ম্যালেরিয়া নিরাময়ে বান্দরবানে সাড়ে ৬৮ হাজার মশারি বিতরণ করা হবে বলে জানিয়েছেন বান্দরবানের ডেপুটি সিভিল সার্জন অংসুই প্রু।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রাঙ্গণে মশারি বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ম্যালেরিয়া রোগ নিরাময়ে এরই মধ্যে ২৩ হাজার ২৩৪টি কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হয়েছে। দূর্গম এলাকায়ও এ মশারি পাঠানো হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন অংসুই প্রু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছ, ডা. সুপ্রিয়া দাশ ও শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মার্মা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ম্যালেরিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য ঘুমানোর আগে কীটনাশকযুক্ত মশারি ব্যবহার করতে হবে। এছাড়াও ম্যালেরিয়া রোগে আক্রান্ত না হওয়ার জন্য নিজ বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

প্রসঙ্গত, প্রতি বছরই বান্দরবানে থানচি ও রুমা উপজেলার দূর্গম এলাকায় ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে।

সৈকত দাশ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।