বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি মকছুদুল


প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১২ জানুয়ারি ২০১৭

সাতক্ষীরা শহরের পলাশপোল বউ বাজার এলাকার অধ্যাপক আজাদের ভাড়াটিয়া বাসা থেকে নিখোঁজ হয়েছেন কাজী মকছুদুল মাহমুদ (৪০)। তিনি লবসা দরগাপড়ার মৃত. ফজর উদ্দীনের ছেলে।

নিখোঁজের বড় ভাই কাজী আশফাকুল মাহমুদ জানান, রোববার সকালে বাসা থেকে বের হওয়ার পর মকছুদুল আর বাসায় ফেরেনি। গ্রামের বাড়ি বা শহরের ভাড়া বাসা কোথাও নেই।

সাতক্ষীরা জর্জ কোর্টের সামনে কাজি স্টোর নামের একটি স্টেশনারি দোকান রয়েছে। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও পাচ্ছি না। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কেউ তার সন্ধান পেলে (০১৭১৮৪০৫২৭০, ০১৮৩৩৬৪৯৮৪৫) নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তিনি।

এ ব্যাপারে কথা বলার জন্য সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লার সঙ্গে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।