সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত


প্রকাশিত: ০৪:৩১ এএম, ১৩ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

সুন্দরবনের ভারতীয় অংশের ঝোড়খালি এলাকায় মাছ শিকারে গিয়ে মৃনাল বাগদী (৪৮) নামের এক জেলে বাঘের আক্রমণে নিহত হয়েছেন।

নিহত মৃনাল বাগদী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের মৃত গউর বাগদীর ছেলে।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত মরদেহটি উদ্ধার করা যায়নি।

মৃনালের বোন ললিতা মন্ডল জানান, মৃনাল বাগদী ও কৃষ্ণপদ অপর তিন সহযোগীর সঙ্গে দুইটি নৌকা নিয়ে সোমবার বনে মাছ ধরতে যায়। বাংলাদেশি অংশে দস্যুদের তৎপরতা বেশি থাকায় তারা চারজনই ভারতীয় সুন্দরবনের ঝোড়খালী অংশে মাছ শিকার করছিলেন। এ সময় একটি বাঘ মৃনালের উপর ঝাপিয়ে পড়ে। অন্যরা পানিতে পড়ে আত্মরক্ষা করলেও মৃনালকে বাঘ টানতে টানতে বনের ভেতর নিয়ে যায়।

মৃনালের সহযোগী মনোহর জানায়, সংখ্যায় কম থাকায় সহকর্মীকে উদ্ধারে পদক্ষেপ নিতে পারিনি।

তবে এ বিষয়ে কৈখালী বন স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, লোকমুখে তিনি ঘটনাটি শুনেছেন।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি এখনো কেউ অবহিত করেনি।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।