দিনাজপুরে ট্রেন লাইনচ্যুত, দুই চালক বরখাস্ত
পার্বতীপুর রেলওয়ে লোকো সেডের কী-পয়েন্টে ব্রডগেজ লাইনে দুটি ইঞ্জিনের সংঘর্ষের ঘটনায় দুই চালককে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় এ ঘটনা ঘটে। বরখাস্তকৃত দুই চালক হলেন তহিদার রহমান (টিকিট নং ৪৮১) ও গোলাম বারিক (টিকিট নং ৪৭৬) ।
পার্বতীপুর লোকো সেড থেকে রাতে হরতাল ও অবরোধে নাশকতা আশংকায় জরুরী পাইলট (ইঞ্জিন নং ৬৩০৫) রেল স্টেশন এসে পুলিশ ও আনসার নিয়ে পাচঁবিবি উদ্দেশ্যে যাওয়ার কথা। আন্তঃনগর নীলসাগর ইঞ্জিনটি (নং ৬৫২৪) ধাক্কা দিলে জরুরী পাইলট ইঞ্জিনটি দুর্ঘটনার কবলে পরে। এতে রেললাইনের ক্ষতি হয়। আটকা পরে আরো ৪টি ইঞ্জিন যাহার নং ৬০০৮, ৬২০৮, ৬২০৫ ও ৬০০৯। সাময়িকভাবে যোগাযোগের বিঘ্ন ঘটে।
এ ব্যাপারে সহকারী প্রকৌশলী আহসান হাবিব ট্রেন লাইনচ্যুতের বিষয়ে সত্যতা স্বীকার করেন। ভারপ্রাপ্ত সেডের দায়িত্বরত আব্দুল করিম জানান, সামরিক আন্তঃনগর ট্রেনের যোগাযোগ ব্যাহত হবে এবং কন্টোল এর নির্দেশে দুই চালককে বরখাস্ত করা হয়েছে।
এসএইচএ/পিআর