রাজবাড়ীতে বর্ণ-বৈষম্য বিলোপ দিবস উদযাপন


প্রকাশিত: ০৮:২৮ এএম, ২১ মার্চ ২০১৫

রাজবাড়ীতে আন্তর্জাতিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস ২০১৫ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচি পালন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, রাজবাড়ী জেলা শাখা। শনিবার সকালে ফেয়ার ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় তারা এ কর্মসুচি পালন করেন। সকালে হরিজন ঐক্য পরিষদ কার্যালয় প্রাঙ্গন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে তারা জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করেন। স্বারকলিপিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী হরিজন-দলিতদের জন্য অধিকার বাস্তবায়ন ও বর্ণ-বৈষম্য বিলাপ আইন দ্রুত পাশ করার দাবি জানানো হয়।

পরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেন তারা।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি শ্রী বাসু দেব মন্ডল, সহ-সভাপতি রবি লাল, সাধারন সম্পাদক মিলন দাস হেলা, জেলা শাখা এ্যাডভোকেসি গ্রুপের টিম লিডার শ্রী শিবুপদ বিশ্বাস, সদস্য মনিরুল হক, সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বাবু, সমাজ সেবক আলমগীর শেখ তিতু প্রমুখ।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।