বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের উদ্বোধন আজ

বাগেরহাটে আজ উদ্বোধন করা হচ্ছে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার দুপুরে আনুষ্ঠানিকভাবে সম্প্রসারিত এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন।
জেলা ক্রীড়া সংস্থার সর্বসম্মত সিদ্ধান্তের ফলে ক্রীড়া মন্ত্রণালয় বাগেরহোট স্টেডিয়ামের নতুন নামকরণে করেছে বঙ্গবন্ধুর ভাতিজা ও বাগেরহোট আসনের এমপি শেখ হেলাল উদ্দিনের নামে। ইতোমধ্যে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামের সম্প্রসারণ, প্যাভিলিয়ন ও উত্তর পাশে গ্যালারি নির্মাণ কাজ শেষ হয়েছে।
স্টেডিয়াম উদ্বোধনের পরপরই বিকেলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে তৃতীয়বারের মতো শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
বাগেরহাট ডিএফএ সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমান জানান, এ বছর শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টে রাজধানী ঢাকার দুটিসহ বিভিন্ন জেলার ১১টি দল অংশ নিচ্ছে।
অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে- ঢাকার শেখ রাসেল ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান স্মৃতি সংসদ, খুলনার শহীদ শেখ কামাল স্মৃতি সংসদসহ কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, ফরিদপুর, ঝিনাইদহ, বরিশাল ও স্বাগতিক বাগেরহাট জেলা দল।
উদ্বোধনী খেলায় অংশ নেবে সাতক্ষীরা জেলা বনাম গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্র।
শওকত আলী বাবু/বিএ