ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বান্দরবান সদর উপজেলার গুংগুরুপাড়া এলাকায় ব্রিক ফিল্ডের ইটবোঝায় ট্রাকের চাপায় মো. জসিম উদ্দনি নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ ইউনিয়নের ধোপাছড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খামারবাড়ি এলাকা থেকে বান্দরবান সদরে ফেরার পথে গুংগুরু এলাকায় ইটবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে এলাকাবাসী চালকসহ দুই আরোহীকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সৈকত দাশ/এআরএ/পিআর