চাঁদা না দেয়ায় স্কুলের উন্নয়ন কাজ বন্ধ


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২০ জানুয়ারি ২০১৭

বান্দরবানের লামায় ৫ লাখ টাকা চাঁদার দাবিতে পাহাড়িকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার দুপুরে ১৫ থেকে ২০ জনের সন্ত্রাসী দল ওই বিদ্যালয়ে এসে প্রকাশ্যে এই চাঁদার দাবি করে।

উন্নয়ন কাজে নিয়োজিত হেডমিস্ত্রি ফজল হক বলেন, সন্ত্রাসীরা একমাস আগে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় শুক্রবার দুপুরে সন্ত্রাসীরা এসে আমাদের পাঁচজনকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। পরে সহকারী মিস্ত্রি মো. মাসুমকে তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে আঘাত করলে তার চোখের একপাশে ফেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হয়। এছাড়াও সামনে চাঁদার টাকা না নিয়ে আসলে লাশ হয়ে ফেরত যেতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের কোলাইক্কা পাড়া অবস্থিত পাহাড়িকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাল কাজ চলছে।

বান্দরবান স্থানীয় সরকার ও প্রকৌশল (এলজিইডি) ৫৭ লাখ টাকা ব্যয়ে এই বিদ্যালয় নির্মিত হচ্ছে। আর কাজটির ঠিকাদারী প্রতিষ্ঠান হচ্ছে মি.ইউটি মং।

পাহাড়িকা সরকারি প্রাথামিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নেপিউ মুরুং বলেন, সন্ত্রাসীরা অধিকাংশ চাকমা। তাদের মধ্যে কয়েকজন মারমা রয়েছে। এরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমতির (জেএসএস) সদস্য বলে দাবি করেন তিনি ।

এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিষয়টি জানতে পেরেছি।

অন্যদিকে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল সারোয়ার জানান, উন্নয়ন কাজ বন্ধ করে দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্য পাঠানো হয়েছে।

সৈকত দাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।