চেয়ারম্যানের বিরুদ্ধে বনায়নের গাছ বিক্রির অভিযোগ
টাঙ্গাইলের ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সামাজিক বনায়নের কমপক্ষে ৫ লাখ টাকা মূল্যের গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের নির্দেশে ইউপি সদস্য আল হেলাল গাছগুলো কেটে বিক্রি করেন বলে জানা যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অংশীদারিত্বের ভিত্তিতে ২০০৩ সালে হাজীপুর থেকে বিলদুবলাই পর্যন্ত এলজিইডি রাস্তায় সামাজিক বনায়নের মাধ্যমে কমপক্ষে ১ হাজার ৫০০টি কাঠ গাছ লাগানো হয়। সেখান থেকে ৯৩টি গাছ কেটে নেয়া হয়।
উপকারভোগী আনিসুর রহমান খান জানান, তাদের না জানিয়ে সম্প্রতি ইউপি চেয়ারম্যান ও মেম্বার গাছ কেটে বিক্রি করেছেন। ৩ বছর আগে ওই গাছের মেজারমেন্ট ধরা হয়েছিল ৪১২ ঘনফুট কাঠ। আর লাকড়ি ধরা হয়েছিল ৭৫ মণ।
বর্তমানে কর্তনকৃত কাঠের পরিমাণ ৭০০ থেকে ৮০০ ঘণফুট হবে বলে জানান। বিষয়টি স্থানীয় ইউএনও আবুল কাশেম মুহাম্মদ শাহীনের কার্যালয়ে অভিযোগ করা হলে তিনি ঘাটাইল থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।
পরে থানা পুলিশের উপ-পরিদর্শক আফজাল হোসেন ঘটনাস্থলে গিয়ে আশপাশে কয়েকটি স্থান থেকে কাঠগুলো উদ্ধার করে সন্ধানপুর ইউপি কাযালয়ের সামনে চেয়ারম্যানের হেফাজতে রেখে আসেন।
এ প্রসঙ্গে সন্ধানপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, এসব গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। শুনেছি উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হকের নির্দেশে গাছগুলো কাটা হয়েছে।
তবে এ বিষয়ে জানতে (পিআইও) এনামুল হকের মোবাইল ফোন নম্বরে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি