বিজিবি ক্যাম্প থেকে আসামি পলায়ন


প্রকাশিত: ১১:১৭ এএম, ২৩ মার্চ ২০১৫

হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বিজিবি ক্যাম্প থেকে মো. ওবায়দুর রহমান (৪০) নামে এক আসামি পালিয়ে গেছে। সোমবার সকালে হিলি কামাল গেটের চেকপোস্ট ক্যাম্পে এ ঘটনা ঘটে। পলাতক মো. ওবায়দুর রহমান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা সদরের মো. চাঁন মিয়ার ছেলে।

বিজিবি জানায়, সোমবার সকালে সীমান্তের কামাল গেটে মো. ওবায়দুর রহমান ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়। এরপর তাকে বিজিবি হিলি সিপি ক্যাম্পে নিয়ে গিয়ে হাতকড়া পড়ানো অবস্থায় রাখা হয়। এ অবস্থাতেই ওবায়দুর রহমান পালিয়ে যায়।

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক ওবায়দুর রহমানকে আটকের অভিযান চলছে।

এসএইচএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।