নৈশ প্রহরীদের মাঝে পুলিশের কম্বল বিতরণ


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২১ জানুয়ারি ২০১৭

শীতে রাত জেগে যারা বিপণি-বিতান কিংবা পাড়া-মহল্লায় নিরাপত্তার দায়িত্ব পালন করেন সেসব নৈশ প্রহরীদের মাঝে এবার উষ্ণতা ছড়ালো পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উদ্যোগে নৈশ প্রহরীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, পুলিশ ছাড়া একমাত্র নৈশপ্রহরীরাই রাত জেগে মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে থাকেন। এই শীতে এসব প্রহরীদের মাঝে একটু উষ্ণতা ছড়াতেই জেলা পুলিশের এই ক্ষুদ্র প্রয়াস। জেলা পুলিশ ভবিষ্যতেও এসব নৈশ প্রহরীরে পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার দৈনিক একুশে আলোর বার্তা সম্পাদক আশিকুর রহমান মিঠু, প্রথম আলোর জেলা প্রতিনিধি মো. শাহাদৎ হোসেন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, জাগো নিউজ২৪.কম-এর জেলা প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয় প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।