আখাউড়ায় ইয়াবাসহ একজন আটক


প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আতিকুল ইসলাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আতিকুল আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত রিজিক মিয়ার ছেলে। তিনি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

ধরখার পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধরখার পুলিশ ফাঁড়ির একটি দল ধরখার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আতিকুলকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আতিকুলের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ইন্সপেক্টর মো. জিয়াউল হক।

অাজিজুল সঞ্চয়/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।