মির্জাপুরে একরাতে দুই বাড়িতে ডাকাতি


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।

ডাকাতদের হামলায় প্রদীপ সরকার নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। দুই বাড়িতে ডাকাতির ঘটনাটি থানা পুলিশের জানা নেই বলে পুলিশ জানিয়েছে।

বুধবার রাতে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বরকত উল­াহ সরকারের মেয়ে শারমিন আক্তার নিপার বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।

পরিবারের দাবি, রাতে ৬-৭ জনের ডাকাতদল বাড়িতে হানা দেয়। এ সময় চেয়ারম্যান, তার স্ত্রী ও মেয়ে শারমিনকে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে নগদ ৩৪ হাজার টাকা, ৯ ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি ট্যাবসহ চারটি মোবাইল সেট লুটে নেয়।

অপরদিকে একই রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের ব্যবসায়ী হাবিবুর রহমান খানের বাড়িতে ৬-৭ জনের ডাকাতদল হানা দেয়। বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬ হাজার টাকা, ৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও ৩টি মোবাইল সেট ডাকাতদল লুটে নেয়।

এলাকার ইউপি সদস্য মোক্তার হোসেন জানিয়েছেন, ডাকাতির সময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে প্রদীপ কুমার নামে এক ব্যক্তি ডাকাতের ধারাল অস্ত্রের আঘাতে আহত হন। তাকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডাকাতির ঘটনা জানা নেই।

এস এম এরশাদ/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।