নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ আটক ৩


প্রকাশিত: ০৬:৫০ এএম, ২৭ জানুয়ারি ২০১৭

নোয়াখালীর সদর উপজেলার দাঁদপুর ইউনিয়ন থেকে একটি এলজিসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা ( ডিবি)  পুলিশ।

বৃহস্পতিবার রাত ২টার দিকে ওই ইউনিয়নের কসাই বাড়ির জহির মেম্বারের ঘর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, ২৬ রাউন্ড গুলি, ৩টি ককটেল ও ২৫টি চকলেট বোমা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, ওই উপজেলার দাঁদপুর ইউনিয়নের বারাহীপুর গ্রামের শাহ আলমের ছেলে মাইন উদ্দিন লাতু (২৫), একই ইউনিয়নের পূর্ব বারাহীপুর গ্রামের মনির হোসেন এর ছেলে মো. বাবর (২৮) ও একই ইউনিয়নের দাঁদপুর গ্রামের হানিফের ছেলে রুবেল (২২)।

নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবির) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিত্তে অভিযান চালিয়ে উপজেলার দাঁদপুর এলাকা থেকে একটি এলজি, ২৬ রাউন্ড গুলি, ৩টি ককটেল ও ২৫টি চকলেট বোমাসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

মিজানুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।