দুই ছেলেসহ ১৪ দিন ধরে নিখোঁজ মা


প্রকাশিত: ০৭:০৭ এএম, ২৭ জানুয়ারি ২০১৭

মির্জাপুরে দুই ছেলেসহ ১৪ দিন ধরে আকলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন।

আকলিমা পৌর এলাকার পোস্টকামুরী গ্রামের রাজীব মিয়ার স্ত্রী। তার দুই সন্তানের নাম আলিফ (৬) ও ইয়াসিন (৩)।
 
পুলিশ জানায়, গত ১৪ জানুয়ারি দুপুরের দিকে আকলিমা দুই ছেলে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তার স্বামী রাজীব তাদের আত্মীয়স্বজনের বাড়ি খোঁজ করেও পাননি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
 
রাজীব জানান, তার সঙ্গে স্ত্রীর কোনো দাম্পত্য কলহ ছিল না। তাদের কেউ অজ্ঞাত স্থানে আটকে রেখেছেন কিনা তাও জানেন না। এ ঘটনায় তিনি মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, বিষয়টি পরকীয়া সংক্রান্ত ঘটনা হতে পারে। দুই সন্তানসহ নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।

এস এম এরশাদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।