নোয়াখালীতে ক্রীড়া প্রতিযোগিতায় হামলার প্রতিবাদে বিক্ষোভ


প্রকাশিত: ১০:২১ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

নোয়াখালীর সদর উপজেলার খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্থানীয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার দুপুর ১টায় উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ আবদুল্লাহ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল হাসেম, ম্যানেজিং কমিটির সদস্য আবুল হাসেম, সহকারী শিক্ষক আবদুল বাতেন, আলতাফ হোসেন, অভিভাবক শাহ আলম, জুলফিকার আলী ভুট্টো, শিক্ষার্থী মহিন উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৬ জানুয়ারি সকাল থেকে উপজেলার খলিফারহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। ওই সময় স্থানীয় বখাটেরা ছাত্রীদের ইভটিজিং করায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা ও শিক্ষকবৃন্দ এতে বাধা দেন।

এর জেরে বিকেলে স্থানীয় কসাই বাড়ির জহির বাহিনীর প্রধান জহিরের নেতৃত্বে সন্ত্রাসী মাইন উদ্দিন লাতু. মো. বাবর, রুবেলসহ ১৫-২০ অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রসস্ত্র নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং সদস্য ও শিক্ষকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই সঙ্গে বিদ্যালয়ে প্রাঙ্গণে ঢুকে ক্রীড়া প্রতিযোগিতা পণ্ড করে দেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা বিদ্যালয়ে ভাঙচুর করে শিক্ষার্থীদেরকে শারীরিক লাঞ্ছিত করে।

শিক্ষার্থীদের ইভটিজিং ও এমন ন্যক্কারজনক সন্ত্রাসী হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি করেছেন ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

মিজানুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।