পাহাড়ের ঝিড়িতে যুবকের অর্ধগলিত মরদেহ


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ৩০ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকা থেকে নিখোঁজের ৪ দিন পর মইয়া তঞ্চঙ্গ্যা নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার ঘুনধুম ইউনিয়নের রেজু এলাকার ভাল্লুকিয়া ঝিড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৪ দিন আগে পাহাড় থেকে ঝাড় ফুল আনতে গিয়ে সে নিখোঁজ হয়। রোববার স্থানীয়ারা ঝিড়িতে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘুনধুম তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ জানান, কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সৈকত দাশ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।