নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আসাদোজ্জামানের ইন্তেকাল


প্রকাশিত: ০৬:৪০ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

নরসিংদী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদোজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বুধবার ভোর সাড়ে ৫টায় শহরের রাঙামাটির তার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আসাদোজ্জামান দুই বার জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দেন তিনি। গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন। তিনি দুইবার নরসিংদী জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।

সঞ্জিত সাহা/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।