নরসিংদীতে রিভলবার-গুলিসহ গ্রেফতার ২


প্রকাশিত: ১১:৩১ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

নরসিংদী শহরের দত্তপাড়া এলাকা থেকে ৩ রাউন্ড গুলিসহ ১টি রিভলবার, ১৬ রাউন্ড শর্টগানের গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি ও  ৫১ বোতল ফেনসিডিলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ছাদেকুর রহমান ছাদেক (৩২) নরসিংদীর সদর উপজেলার বুইদামারা চর এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে ও মাসুদ মিয়া (২৭) বাঞ্জারামপুর উপজেলার মনাইকান্দি এলাকার খোরশেদ মিয়া ছেলে।

গতকাল বুধবার রাতে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহাম্মেদ ও তার সঙ্গীয় ফোর্স শহরের দত্তপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে মডেল থানার দারোগা মোস্তাক আহম্মেদ ও তার সঙ্গীয় ফোর্স দত্তপাড়ায় বিশেষ অভিযান চালায়।

এ সময় পুলিশ সন্ত্রাসী ছাদেক ও মাসুমকে গ্রেফতার করে। পরে তাদের সঙ্গে থাকা ১টি রিভলবারসহ মোট ২১ রাউন্ড গুলি ও ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গ্রেফতাররা শহরের শীর্ষ সন্ত্রাসী পারভেজ ও বাবু বাহিনীর সক্রিয় সদস্য। এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় পৃথক ২টি মামলা হয়।

সঞ্জিত সাহা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।