নোয়াখালীতে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু


প্রকাশিত: ০৭:২২ এএম, ২৯ মার্চ ২০১৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। রোববার সকালে উপজেলা চত্বর এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস,  নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কমুার পাল,  উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবীবা, সহকারী শিক্ষা অফিসার জহির উদ্দিন প্রমুখ।

মেলায় বেগমগঞ্জ মডেল থানাসহ প্রশাসনের বিভিন্ন  দপ্তরের  ২০ টি স্টল রয়েছে। এসব স্টলে ডিজিটাল পদ্ধতিতে দ্রুত  সেবা পৌঁছে দেয়ার নানা পদ্ধতি মেলায় আগত দর্শকদের দেখানো হচ্ছে।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।