‘সাংবাদিক নির্যাতনের কথা বিএনপির মুখে মানায় না’


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সরকারের আমলে সাংবাদিক নির্যাতনের ঘটনা বিশ্ব রেকর্ড করেছে। তাদের মুখে সাংবাদিক নির্যাতনের কথা মানায় না। এটি ভূতের মুখে রাম নামের সমান।                                    

শনিবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন আইজিপি এ কে এম শহীদুল হক, জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ পিপিএম, বসুরহাট পৌরসভার মেয়র মীর্জা আবদুল কাদের, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমুখ।

মিজানুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।