সেনবাগ থানা ভবনের উদ্বোধন করলেন আইজিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

নোয়াখালীর সেনবাগ থানার নবনির্মিত চার তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

রোববার সকাল ১০টায় তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ থানা ভবনের উদ্বোধন করেন।

এসময় স্থানীয় সংসদ সদস্য মোরশেদ আলম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার ইলিয়াছ শরীফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে আইজিপি শহীদুল হক মাইজদীতে পুলিশ লাইন্স ব্যারাক ও পুলিশ সুপার আবদুল হাকিম পাঠাগার উদ্বোধন করেন।

এদিকে বিকেল ৩টায় নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশে আইজিপির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রসঙ্গত, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক দুই দিনের কর্মসুচিতে নোয়াখালীতে গেছেন। শনিবার তিনি কমিউনিটি পুলিশিং সমাবেশ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন। পরে বিকেলে কোম্পানীগঞ্জ থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং রাতে পুলিশ লাইন্সে পুলিশের নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় ও নৈশভোজে অংশগ্রহণ করেন।

মিজানুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।