কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

পটুয়াখালীর কুয়াকাটায় জেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় বারের মতো অবৈধভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুয়াকাটার জিরোপয়েন্ট বেড়িবাঁধঘেষা পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে ১১২টি অবৈধভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদ করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন ও পাউবো কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান জানান, কুয়াকাটায় এখনও সরকারি জমিতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে পর্যায়ক্রমে সেসব স্থাপনাও দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে ৮ জানুয়ারি কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা থেকে পটুয়াখালী জেলা প্রশাসন ৬০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।