নোয়াখালীতে অস্ত্র ও বোমাসহ গ্রেফতার ৫
নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র, চকেলট বোমা ও গুলিসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-৩ ও লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে বিদেশে তৈরি স্বয়ংক্রিয় দোনালা বন্দুক, একটি এলজি, দুটি তাজা গুলি, ছয়টি চকলেট বোমা এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মানিক্যনগর গ্রামের ইমাম উদ্দিন সুজন (১৯), মাহাবুব হাসান (২০), রাসেল (১৯), শাকিল হোসেন(২০) ও মো. রাসেল(১৯)।
র্যাব -১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি বাবুল আখতারের নেতৃত্বে একদল র্যাব সদস্য গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মানিক্যনগর গ্রামে অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উল্লিখিত অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, উক্ত আসামিগণ উদ্ধারকৃত অস্ত্রসস্ত্র সহকারে জোরপূর্বক চাঁদা আদায়ের লক্ষ্যে উক্ত স্থানে সমাবেত হয়েছিল।
গ্রেফতারকৃত আসামিসহ তাদের অপর এক পলাতক সহযোগীর বিরুদ্ধে নোয়াখালীর সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
মিজানুর রহমান/এফএ/আরআইপি