নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে ১০ ঘর বিধ্বস্ত, আহত ৮
নোয়াখালীর সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে একটি মাদ্রাসাসহ ৯টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় শিশু ও নারীসহ ৮ জন আহত হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলা আণ্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা হলো মাইজচরা গ্রামের আবদুল মালেক, সাত্তার মিয়া, সফিকউল্লা, আবদুল আলী সহ ৯ জন এবং বারিক মিয়ার মাদ্রাসা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল থেকেই উপজেলার সর্বত্র মেঘলা আবহাওয়া বিরাজ করছে। দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাস শুরু হয়। বিকেল ৩টার দিকে উপজেলার আণ্ডারচর ইউনিয়নের মাইজচরা গ্রামের উপর দিয়ে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে যায়।
এতে মাইজচরা গ্রামের বারিক মিয়ার মাদরাসার টিনের ছাদ উড়ে যায় এবং ৯ জনের বসতঘর বিধ্বস্ত হয়। এসময় ঘরের মধ্যে থাকা শিশু ও নারী সহ ৮ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।
আণ্ডারচর ইউনিয়নের মাইজচরা গ্রামের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা করে সহযোগিতার জন্য প্রশাসনের কাছে পাঠানো হবে।
এমজেড/পিআর