পটুয়াখালীতে বাস মালিক শ্রমিকদের আলটিমেটাম


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বরিশাল-পটুয়াখালী ও কুয়াকাটা মহাসড়কে অবৈধ মাহেন্দ্র, ইজিবাইক ও ভাড়ায়চালিত মোটরসাইকেল বন্ধ ও আটক মালিক-শ্রমিকদের মুক্তি না দিলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দিয়েছে শ্রমিকরা।

আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে বরিশাল-পটুয়াখালী ও কুয়াকাটা রুটে আনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক শ্রমিক সমন্নয় পরিষদ।

সোমবার সন্ধা সাড়ে৭ টায় পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক শ্রমিক সমন্নয় পরিষদের পক্ষে লিখিত বক্তব্যে বাস মালিক সমিতির নিবার্হী সভাপতি নজরুল ইসলাম খোকন এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে নজরুল ইসলাম খোকন বলেন, আজ সকাল ১০টায় বরিশাল-পটুয়াখালী ও কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী চৌ-রাস্তায় মাহেন্দ্র শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে গণ্ডগোল বাধে।

সেখানে একজন বাস মালিকের মাথা ফেটে যায় ও চার-পাঁচজন শ্রমিক আহত হয়। একপর্যায়ে পুলিশ ১৭ জন শ্রমিককে আটক করে।

তিনি বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বরিশাল-পটুয়াখালী ও কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে অবৈধ মাহেন্দ্র, ইজিবাইক ও ভাড়ায়চালিত মোটরসাইকেল বন্ধ ও আটক মালিক শ্রমিকদের মুক্তি না দিলে ১৬ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মাওলা দুলু মৃধা, বরগুনা বাস মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা কিসলু প্রমুখ।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।