ভালোবাসা দিবসে পটুয়াখালীতে ব্যতিক্রমী আয়োজন


প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পটুয়াখালীতে একদল যুবকের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্কে হ্যাপি ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্লাবের অ্যাডমিন তৌফিক মুন্না বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মনের মধ্যে আনন্দ দেয়ার চেষ্টা করেছি। বিশ্ব ভালোবাসা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অন্তত একটি দিন অতিবাহিত করবো তাই এই আয়োজন। হ্যাপি ক্লাব মনে করে ওদের মনের ভেতরে যে সারা বছরের কষ্ট আছে সেটা হয়তো এই আয়োজনের মাধ্যমে একটু লাঘব হবে।

love
ক্লাবের আরেক অ্যাডমিন শওকত হীরা বলেন, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আমরা ব্যতিক্রমী এ আয়োজন করেছি। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তারা সবাই অর্থাভাবে স্কুলে যেতে পারে না। এর ফলে বিদ্যালয়ে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় তাতে তারা বঞ্চিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু আদিবা বলেন, আমি এখানে এসে দড়ি লাফ ও দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমার অনেক ভালো লাগছে।

love
অংশগ্রহণকারী আরেক শিশু রাব্বি বলেন, আমি মোরগযুদ্ধ ও দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগছে।

অনুষ্ঠানে তিনটি গ্রুপে ছেলে ও মেয়েদের দশটি বিষয়ে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মহিব্বুল্লাহ চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।