মির্জাপুরে সুতার কারখানায় অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষতি


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের ইভিট্রেক্স পলিকন নামে এক সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে কারখানার প্রায় অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় শত কোটি টাকা হবে বলে জানিয়েছেন কারখানার জেনারেল ম্যানেজার মেজর (অব) এ কে এম আজাদ।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারখানাটির ড্রাস্টার গোদাম থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার জেনারেল ম্যানেজার মেজর (অব) এ কে এম আজাদ জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে মির্জাপুর, টাঙ্গাইল, গাজীপুর, কালিয়াকৈর ও ইপিজেট এলাকা থেকে দমকল বাহিনীর আটটি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ড্রাম্পিং করার পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মির্জাপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহাদৎ হোসেন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন ও মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এস এম এরশাদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।