মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল সম্পাদক এরশাদ


প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শামসুল ইসলাম সহিদকে (সংবাদ) সভাপতি এবং এস এম এরশাদকে (জাগোনিউজ২৪.কম) সাধারণ সম্পাদক করা হয়েছে।

এর আগে প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পালের সভাপতিত্বে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি গঠন করা হয়। এরা হলেন, প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী, সাবেক সভাপতি অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ ও শামীম আল মামুন। পরে সাবজেক্ট কমিটি একমত হয়ে সভাপতি পদে শামসুল ইসলাম সহিদ ও সাধারণ সম্পাদক পদে এস এম এরশাদকে মনোনীত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সোহেল মোহসীন শিপন ও মীর আনোয়ার হোসেন টুটুল, সদস্য খন্দকার আব্দুল মোমেন, আশরাফ আহমেদ, শামীম আল মামুন ইমরান চৌধুরী, হারুন আর রশিদ প্রমুখ।

এস এম এরশাদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।