টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম উদ্বোধন


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

টাঙ্গাইল সদর উপজেলায় নতুনভাবে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আবেদনকৃতদের সাক্ষাৎকার ও যাচাই-বাছাই কার্যক্রম শনিবার থেকে শুরু হয়েছে।

সদর উপজেলা পরিষদ হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি আলহাজ ছানোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা এমপি মনোয়ারা বেগম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার জহুরুল হক, সদস্যসচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান প্রমুখ।

নতুনভাবে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে টাঙ্গাইল সদর উপজেলায় ৬৪৫ জন আবেদন করেছেন। আবেদনকৃতরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষীদের সঙ্গে নিয়ে এসে যাচাই-বাছাই কমিটির কাছে সাক্ষাৎকার প্রদান করছেন। আগামী ৩ মার্চ পর্যন্ত চলবে এ কার্যক্রম।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।