রিমান্ড শেষে কারাগারে মীরুর ভাই ও গাড়িচালক


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় মেয়র হালিমুল হক মীরুর ছোট ভাই হাবিবুল হক মিন্টু ও গাড়িচালক শাহীন আলমের ৫ দিনের রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুর ২টার দিকে শাহজাদপুর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাসিবুল হক এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৫ ফেব্রুয়ারি সাংবাদিক শিমুল হত্যা মামলার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার ৫ দিনের রিমান্ড শেষে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি মেয়র গ্রুপ ও ছাত্রলীগের একাংশের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরদিন ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মেয়র হালিমুল হক মীরু ও তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।