সরকারের সাফল্য গ্রামে গ্রামে ছড়িয়ে দেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর


প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

২০২১ সাল নাগাদ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ পেরিয়ে যাবে এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে। বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার রৌহাবাড়ি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।  

দলীয় নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের সরকারের সাফল্য পাড়ায়-মহল্লায় এবং গ্রামে গ্রামে জনগণের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের রাজনীতির অধ্যায় হচ্ছে শুধু উন্নয়ন আর উন্নয়ন।

অপরদিকে বিএনপির রাজনীতি হচ্ছে জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যা ও লুটপাটের রাজনীতি। তাদের আমলে গ্রাম-গঞ্জে শুধু খাম্বার লুটপাট হয়েছে। কেউ বিদ্যুৎ পায়নি। শেখ হাসিনার সাহসী পদক্ষেপে বিশ্বব্যাপী আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

এর আগে মন্ত্রী স্পিডবোট যোগে যমুনা নদীর পাড়ি দিয়ে পানি উন্নয়ন বোর্ডের যমুনার বাঁধ নির্মাণ এবং আলমপুর-হাটশিরা রাস্তা উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।