নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
নোয়াখালীতে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে অসীম দেবনাথ (১৫) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র মারা গেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গোপাই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। অসীম দেবনাথ ওই গ্রামের সঞ্জয় দেবনাথের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে নোয়াখালীর বিভিন্নস্থানের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় ভেঙে যায় গাছপালা। সকালে স্কুল ছাত্র অসীম দেবনাথ তাদের বাড়ির পাশে ঝড়ো হাওয়ায় ভেঙে যাওয়া গাছের ডালপালা কাটতে যায়। এ সময় ছিড়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে অসীমের মর্মান্তিক মৃত্যুর খবরে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এমজেড/এমএএস/আরআই