বাড়ি ভেঙে জায়গা দখলে নিলেন ছাত্রলীগ নেতা


প্রকাশিত: ০৪:০১ এএম, ০৩ মার্চ ২০১৭

রাজশাহীর তানোর পৌর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে প্রতিপক্ষের বাড়ির ভাঙচুর করে জায়গা দখলে নেয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে তানোর পৌর এলাকার সমাসপুর মহল্লায় এ ঘটনা ঘটে। পৌর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দীন দলবল নিয়ে এ ভাঙচুর চালান।

স্থানীয়রা জানিয়েছেন, তানোর পৌর এলাকার সমাসপুর মহল্লার বাসিন্দা ইব্রাহিম মন্ডলের জায়গা দখলে নেয়া হয়েছে। ইব্রাহিম একই গ্রামের হবির মন্ডলের কাছ থেকে আড়াই শতক জমি কিনে বসবাস করে আসছেন। জায়গার একটি অংশে পাকা ঘর ও টিনের রান্নাঘর এবং গোয়ালঘর নির্মাণ করেন গৃহকর্তা। প্রায় ৮ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি।

উচ্ছেদের শিকার ওই পরিবারের ভাষ্য, সম্প্রতি পৌর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও তার বাবা জগু মন্ডল ওই জায়গা তাদের দাবি করেন। এনিয়ে বিভিন্ন মহলে অভিযোগও যায়। এরপর থেকেই ওই পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে যান ছাত্রলীগ নেতা।

Tanore

গত ২৪ ফেব্রুয়ারি ওই জায়গা দখলে যান ছাত্রলীগ নেতা জসিম। এনিয়ে দুপক্ষের মধ্যে মারামারিও হয়। পরে জসিম বাদী হয়ে ইব্রাহিমসহ পাঁচজনের নামে ১ মার্চ তানোর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার জামিন নিতে বৃহস্পতিবার আদালতে গিয়েছিলেন ইব্রাহিম। আর এ সুযোগেই উচ্ছেদ করে জায়গা দখলে নেন ছাত্রলীগ নেতা। উচ্ছেদের অভিযোগে থানায় মামলাও দিয়েছেন তারা।

তবে ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন জানিয়েছেন, ইব্রাহিমের দখলীয় জায়গাটির প্রকৃত মালিক তার বাবা। এর আগে স্থানীয় লোকজনের মাধ্যমে জায়গাটি ছেড়ে দিতে একাধিকবার অনুরোধ করেন তারা। কিন্তু দখলে পাননি। বৃহস্পতিবার তারা সেই জায়গা দখলে নিয়েছেন।
 
উচ্ছেদের সত্যতা নিশ্চিত করে তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আব্দুস সালাম জানান, এ নিয়ে ইব্রাহিমের আত্মীয় মাহাবুর রহমান বাদী হয়ে বিকেলে থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।