স্বামীর অনৈতিক কাজের প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা


প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৪ মার্চ ২০১৭

বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর অনৈতিক কাজের প্রতিবাদ করায় আসমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধ্যার দিকে গৃহবধূর মরদেহ স্বামীর ঘরে থেকে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জোলাগাতি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানি গ্রামের আজিবর রহমানের মেয়ে আসমা খাতুনের সঙ্গে প্রায় ১৫ বছর আগে একই এলাকার জোলাগাতি গ্রামের আবুল হোসেনের ছেলে আল মাহমুদের বিয়ে হয়। তাদের সংসারে ২টি কন্যা সন্তান রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ রাতে বাড়ির পাশে যাত্রাগানের আয়োজন করেন আল মাহমুদ। ওই যাত্রা অনুষ্ঠানে ভাড়া করা নৃত্যশিল্পী এনে নাচ গানসহ নানা ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয়। বিষয়টি আসমা খাতুন জানতে পেরে স্বামীর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

বিরোধের জের ধরেই স্বামী ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে শারীরিক নির্যাতনের একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করে বলে অভিযোগ থেকে জানা গেছে। ঘটনার পর থেকে আল মাহমুদ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

নিহতের চাচা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, আল মাহমুদ শৈশব থেকেই বখাটে প্রকৃতির। এলাকায় নানা ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত। এ নিয়ে স্থানীয়ভাবে অনেক শালিস দরবারও হয়েছে। শনিবার আল মাহমুদ মোবাইল ফোনে জানায় আসমা খাতুন স্ট্রোক করে মারা গেছে।

পরে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেছে, আসমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তার মাথা ফেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ফুলা-জখম ও ক্ষত চিহ্ন রয়েছে।

ধুনট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, আসমা খাতুনের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে শ্বাসরোধের হত্যার আলামত পাওয়া গেছে। আসমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

লিমন বাসার/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।